"মুমিনের খোলসে 'জাহেল' তথা তলা বিহীন ঝুড়ি"

লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ২৮ অক্টোবর, ২০১৬, ০৯:১৭:০৬ সকাল

মাগরিবের সালাত আদায় করে,মসজিদ থেক বের হলাম।দেখি,এলাকার এক বড়ভাই এক অটোচালকের সাথে কথা বলছে।হাত নেড়ে ইশারা করাতে তাদের দিকে এগিয়ে গেলাম।

.

আসসালামু আলাইকুম।

ওয়ালাইকুম সালাম।

.

ভাই জানেন, আজ শহরে একদল রাস্তা বন্ধ করে জিহাদ করছে!বলেনতো জিহাদ কি আরো আছে? শুধু শুধু মানুষকে কষ্ট দেয়া,ফাজলামি ছাড়া আর কিছু আছে?

একথা শুনে আমার মেজাজটা খারাপ হয়েগেল।বললাম,ভাই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে,"হযরত ইবনে আব্বাস(রাঃ) বলেন,মক্কা বিজয়ের দিন রাসূল(সাঃ)বলেন-মক্কা বিজয়ের পর আর হিজরত নেই।তবে জিহাদ ও নিয়ত বজায় থাকবে।তোমাদেরকে যখনই জিহাদের জন্য ডাকা হবে,তোমরা তখনই তার জন্য বের হবে।[বুখারী,মুসলিম ও মেশকাত পৃঃ-৩৩]

অটোচালক তাবলীগ জামাতের সাথী ছিল,এহাদীস শুনে স্বভাবত তার মেজাজ বিগড়ে গেল।বলল-বঝেছি আপনি কোনদলের লোক?

কোনদলের লোক?

আপনি গোলাম মওদুদীর 'জামাতের' লোক।আপনারা ভূল আকিদার লোক।

আপনি কি জানেন আমি জামাত করি?কারো সম্পর্কে কোনকিছু ধারনা করা ঠিক না,হাদীসে নিষেধ আছে।নামটা গোলাম মওদুদী নয় "সাইয়্যেদ আবু আলা মওদুদী(রহঃ)", তাঁর আকিদায় কি ভুল আছে,বলেন তো শুনি।

তার আকিদায় ভুল আছে,মুরুব্বীরা বলেছে।

মুরুব্বীরা যদি বলে,আপনার বাবার বেঈমান।আপনি কি তাই বিশ্বাস করবেন?কোন কিছু বলার আগে তা জাছাই করার যোগ্যতা থাকতে হবে,তারপর বলবেন।আর শুনেন,"তাবলীগ জামাতে যেয়ে বলবেননা যে,আমরা মুহাজির,বলবেন আমরা মুসাফির"।

মূর্খরা তাবলীগ জামাতে ৩চিল্লা দিয়ে আমীর হয়,আর ভুলভাল বলে।আলেমরা অহম্কার করে এর ধারের কাছেও ভিড়েনা।এই হল বর্তমান পরিস্থিতি।

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379177
২৮ অক্টোবর ২০১৬ দুপুর ০১:০৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

মূর্খরা তাবলীগ জামাতে ৩চিল্লা দিয়ে আমীর হয়,আর ভুলভাল বলে।আলেমরা অহম্কার করে এর ধারের কাছেও ভিড়েনা।এই হল বর্তমান পরিস্থিতি
At Wits' End At Wits' End At Wits' End

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
Praying Praying Praying Praying
379193
২৮ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:১২
জাকারিয়া কবির লিখেছেন : ওয়ালাইকুম সালাম অরহমাতুল্লাহ
379198
২৮ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৪৩
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো /
379206
২৮ অক্টোবর ২০১৬ রাত ১০:১৮
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
379224
২৯ অক্টোবর ২০১৬ সকাল ০৭:৫৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : জ্ঞানী জ্ঞানী কথা বলে শেষ প্যারাতে নিজেই আবার সেই আকইরকম কাজ করে বসলেন অর্থাৎ নিছক ধারণার বশে একটা সংগঠনের ব্যাপারে বাজে মন্তব্য করে বসলেন। সে ইট ছুড়ল আর আপনি পাটকেল। পার্থক্য হল, সে যুক্তি তর্ক ও প্রমাণ দেয়ার ক্ষমতা রাখেনা তার জানার স্বল্পতার জন্য আর আপনি শিক্ষিত লোক কিন্তু নিজ মতবাদের ব্যাপারে বেশ খুশি ও আত্নবিশ্বাসী। তাবলীগের কিছু কাজ ও কথা বিতর্কিত এটা মিথ্যা না কিন্তু আপনার উল্লেখিত ব্যক্তির কর্মপন্হা ও চিন্তাধারার মাঝে প্রকট সমস্যা ছিল বলেই কওমী আলেমরা তা নিয়ে প্রশ্ন তুলেন। ইসলামকে আমরা অনেক ইসলামে ভাগ করেছি, মূলে ফীরতে কেউ রাজিনা কারণ মূলে ফীরলে আমাদের সকল পালিত মতবাদগুলিকে কবর দিতে হবে যে!!
379234
২৯ অক্টোবর ২০১৬ সকাল ১০:৫৮
জাকারিয়া কবির লিখেছেন : আল্লাহ বলেন-ওয়া তাসিমু বিল্লাহে জামিয়াও ওলাতাফাররাকু অর্থাৎ সকলে একত্রিতভাবে আল্লাহর রজ্জুকে আকড়ে ধর কিন্তু পরস্পর বিছিন্ন হয়োনা।দাওয়ার কাজে যারা যুক্ত আছেন, সকলেই এব্যাপারে একমত আছেন।তারপরেও আলেমরা কেন,একত্রিত হতে পারছেন না?কারণ তাদের একঘেয়েমিতা।প্রত্যেকে নিজেকেই ঠিকবলে।
আর আমি নিজেও একজন সত্যের সেনানি,আমি তাবগীল জামাতে সময় দিয়েছি।তাবলীগ সম্পর্কে ভালোভাবে জানি।তাবলীগে সময় দিয়ে অনেকে ইসলামে ফিরে এসেছে,আমি তা মানি।কিন্তু তাবলীগ যে আয়াতের উপর প্রতিষ্ঠিত তা হল(কুংতুম খইরা উম্মাতি উখরিজাতি লিননাস-সূরা ইমরান)এখানে যেমন সৎকাজের আদেশ করার কথা বলা হয়েছে,তেমনি খারাপ কাজের নিষেধ করার কথা বলা হয়েছে।তাবলীগ কি তা করে?আমার কথার ভূল ব্যখ্যা নিবেননা।আর আমি জামায়াতে ইসলামী সম্পর্কে তেমন কিছু জানিনা।তবে দেওবন্দ থেকে প্রকাশিত মওদুদী সম্পর্কে কয়েকটি বই পড়েছি।আমি পীরতন্ত্রকে পছন্দ করিনা,তাই বলে হক্কানী পীরদের ঘৃণা করিনা।সৃজনশীল সমালোচনার জন্য ধন্যবাদ@ঘুমভাঙাতে চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File