"মুমিনের খোলসে 'জাহেল' তথা তলা বিহীন ঝুড়ি"
লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ২৮ অক্টোবর, ২০১৬, ০৯:১৭:০৬ সকাল
মাগরিবের সালাত আদায় করে,মসজিদ থেক বের হলাম।দেখি,এলাকার এক বড়ভাই এক অটোচালকের সাথে কথা বলছে।হাত নেড়ে ইশারা করাতে তাদের দিকে এগিয়ে গেলাম।
.
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
.
ভাই জানেন, আজ শহরে একদল রাস্তা বন্ধ করে জিহাদ করছে!বলেনতো জিহাদ কি আরো আছে? শুধু শুধু মানুষকে কষ্ট দেয়া,ফাজলামি ছাড়া আর কিছু আছে?
একথা শুনে আমার মেজাজটা খারাপ হয়েগেল।বললাম,ভাই জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে,"হযরত ইবনে আব্বাস(রাঃ) বলেন,মক্কা বিজয়ের দিন রাসূল(সাঃ)বলেন-মক্কা বিজয়ের পর আর হিজরত নেই।তবে জিহাদ ও নিয়ত বজায় থাকবে।তোমাদেরকে যখনই জিহাদের জন্য ডাকা হবে,তোমরা তখনই তার জন্য বের হবে।[বুখারী,মুসলিম ও মেশকাত পৃঃ-৩৩]
অটোচালক তাবলীগ জামাতের সাথী ছিল,এহাদীস শুনে স্বভাবত তার মেজাজ বিগড়ে গেল।বলল-বঝেছি আপনি কোনদলের লোক?
কোনদলের লোক?
আপনি গোলাম মওদুদীর 'জামাতের' লোক।আপনারা ভূল আকিদার লোক।
আপনি কি জানেন আমি জামাত করি?কারো সম্পর্কে কোনকিছু ধারনা করা ঠিক না,হাদীসে নিষেধ আছে।নামটা গোলাম মওদুদী নয় "সাইয়্যেদ আবু আলা মওদুদী(রহঃ)", তাঁর আকিদায় কি ভুল আছে,বলেন তো শুনি।
তার আকিদায় ভুল আছে,মুরুব্বীরা বলেছে।
মুরুব্বীরা যদি বলে,আপনার বাবার বেঈমান।আপনি কি তাই বিশ্বাস করবেন?কোন কিছু বলার আগে তা জাছাই করার যোগ্যতা থাকতে হবে,তারপর বলবেন।আর শুনেন,"তাবলীগ জামাতে যেয়ে বলবেননা যে,আমরা মুহাজির,বলবেন আমরা মুসাফির"।
মূর্খরা তাবলীগ জামাতে ৩চিল্লা দিয়ে আমীর হয়,আর ভুলভাল বলে।আলেমরা অহম্কার করে এর ধারের কাছেও ভিড়েনা।এই হল বর্তমান পরিস্থিতি।
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আর আমি নিজেও একজন সত্যের সেনানি,আমি তাবগীল জামাতে সময় দিয়েছি।তাবলীগ সম্পর্কে ভালোভাবে জানি।তাবলীগে সময় দিয়ে অনেকে ইসলামে ফিরে এসেছে,আমি তা মানি।কিন্তু তাবলীগ যে আয়াতের উপর প্রতিষ্ঠিত তা হল(কুংতুম খইরা উম্মাতি উখরিজাতি লিননাস-সূরা ইমরান)এখানে যেমন সৎকাজের আদেশ করার কথা বলা হয়েছে,তেমনি খারাপ কাজের নিষেধ করার কথা বলা হয়েছে।তাবলীগ কি তা করে?আমার কথার ভূল ব্যখ্যা নিবেননা।আর আমি জামায়াতে ইসলামী সম্পর্কে তেমন কিছু জানিনা।তবে দেওবন্দ থেকে প্রকাশিত মওদুদী সম্পর্কে কয়েকটি বই পড়েছি।আমি পীরতন্ত্রকে পছন্দ করিনা,তাই বলে হক্কানী পীরদের ঘৃণা করিনা।সৃজনশীল সমালোচনার জন্য ধন্যবাদ@ঘুমভাঙাতে চাই।
মন্তব্য করতে লগইন করুন